তাপ প্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- আপডেট সময় : ১০:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
দেশের ওপর বয়ে যা তাপ প্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। যদিও এবছরের তাপমাত্রা নিয়ে গত বছরই পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অফিস।
চলছে পবিত্র মাহে রমজান। রমজানের শুরুর দিকে পরিবেশ অনেকটা ঠান্ডা থাকলেও বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা যেন বেড়েই চলছে। দেশের বিভিন্ন স্থানে চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে অতি তীব্র তাপ প্রবাহ। একই সাথে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ১ এপ্রিল সোমবার আবহাওয়া অধিদপ্তরের একটি কনফারেন্স মিটিং এর মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করা হয়। এ সময় মিটিং এর সভাপতি ছিলেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাদেকুল আলম। এ সময় আবহাওয়া নিয়ে আরও বলা হয়, এপ্রিল মাসে স্বাভাবিকের চাইতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হওয়ার সম্ভাবনা আছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। আবার একটানা ৩/৪ দিনকাল বৈশাখী ঝড় হবার সম্ভাবনা আছে।
দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহের কারণে বঙ্গোপসাগরে একটি অথবা দুটি লঘু চাপের সৃষ্টি হতে পারে। এই লঘুচাপ থেকে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় হতে পারে।
তাপ প্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
চলতে মাসে দেশের উপর দিয়ে বেশ কয়েকটি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। সে সময় দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৪২° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির তেমন কোনো দেখা নেই। আবার বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে গরম এবং অস্বস্তি আরো বেশি বৃদ্ধি পাবে। যার কারণে তৈরি হচ্ছে ভ্যাপসা গরম।
আমরা জানি পৃথিবী জুড়ে বাড়ছে আবহাওয়ার গড় তাপমাত্রা। জলবায়ুর এই গড় পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও পড়েছে। অতিরিক্ত তাপের ফলে হিট স্ট্রোক সহ বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের জনগণ। এরকম তাপমাত্রায় নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন। বাইরে থেকে কাজ শেষ করে বাসায় ফিরে খাবার স্যালাইন পান করুন। এতে করে অনেকটা শারীরিক ঘাটতি পূরণ হবে।
তাছাড়া যারা বাইরে নিয়মিত কাজ করেন তারা এই তাপ প্রবাহ থেকে নিজেকে রক্ষা করতে ছাতা ব্যবহার করুন। বাইরের খোলা জায়গা থেকে কোন শরবত বা কোল্ড ড্রিংকস পান করা থেকে বিরত থাকুন। এগুলো শরীরের জন্য মারাত্মক বিপদজনক।