চঞ্চল চৌধুরী গোয়েন্দা, তাও আবার অন্ধ ট্রেইলারে চমক ফেলেছে রুমি
- আপডেট সময় : ০৯:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম গুলো বেশ চমকপ্রদ সিনেমা উপহার দিয়ে যাচ্ছে। এবার চঞ্চল চৌধুরীর অভিনীত ওয়েব সিরিজ “রুমি” এর ট্রেইলার দেখে দর্শকরা তো রীতিমত অবাক। এই ওয়েবসিরিজে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তবে চরিত্রটিতে চঞ্চল চৌধুরী অন্ধ। অর্থাৎ গোয়েন্দা তাও আবার অন্ধ!
চঞ্চল চৌধুরীর বাংলাদেশের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়েও বেশ খ্যাতি লাভ করেছেন। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন তিনি। সম্প্রতি নির্মাতা ভিকি জাহেদের ওয়েবসিরিজ “রুমি” তে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। বাংলাদেশের এই দুই অভিনয়শিল্পী এবং নির্মাতা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন। ইতিমধ্যে সিরিজটির ট্রেইলার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার সাথে সাথে এ দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে।
ওয়েব সিরিজটিতে চঞ্চল চৌধুরীকে এক সিআইডি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। চরিত্রটির নাম রুমি। একটি দুর্ঘটনায় দুটি চোখ হারান এই সিআইডি অফিসার। কিন্তু তারপর থেকেই দেখতে থাকেন অদ্ভুত সব স্বপ্ন। তেমনি একটি স্বপ্নের সূত্র ধরে নেমে পড়েন একটি হত্যাকাণ্ডের রহস্য সমাধান করতেন। শেষ পর্যন্ত কি তিনি পারবেন সেই হত্যাকাণ্ডের রহস্যটি সমাধান করতে? জানতে হলে দেখতে হবে “রুমি” ওয়েবসিরিজ। ওয়েব সিরিজটি বাংলাদেশের হইচই প্লাটফর্মে দেখতে পাওয়া যাবে। মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।
চঞ্চল চৌধুরী গোয়েন্দা, তাও আবার অন্ধ! ট্রেইলারে চমক ফেলেছে “রুমি”
এর আগে কারাগার ওয়েব সিরিজে অভিনয় করে চঞ্চল চৌধুরীর বেশ প্রশংসা কুড়িয়েছেন। বিগত কয়েক বছরে তিনি বেশ কিছু ভালো ভালো সিনেমা এবং সিরিজ উপহার দিয়েছেন। তার ভিন্নধর্মী চরিত্র পছন্দ এবং অভিনয় গুণের জন্য মানুষ তার সিনেমা এবং সিরিজের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে।
রুমির ট্রেইলারটি দেখে অনেক দর্শকম মন্তব্য করেছেন এটিও দুর্দান্ত একটি ওয়েব সিরিজ হতে যাচ্ছে। যারা থ্রিলার টাইপের সিরিজ পছন্দ করেন তাদের জন্য তো উপভোগ্য একটি সিরিজ হতে যাচ্ছে।
চঞ্চল চৌধুরীর ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সজল, রিকিতা নন্দিনী শিমু সহ অনেকেই। আশা করি চঞ্চল চৌধুরীর আগের কাজগুলোর মতো এটিও দর্শকের মনের জায়গা করে নিবে। বাংলাদেশে দিন দিন ওয়েব সিরিজের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সিনেমা কিংবা নাটকের অভিনেতা অভিনেত্রীরাও এখন ওয়েবসিরিজে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে ডার্ক থ্রিলার ও রহস্যময় সব গল্পের দিকে।
More: আড়ং পাঞ্জাবি