আজ পবিত্র শবে কদরের রাত
- আপডেট সময় : ০৭:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
আজ পবিত্র শবে কদরের রাত বা লাইলাতুল কদর। আজকে শনিবার ৬ এপ্রিল ২০২৩, রমজান মাসের ২৬ দিন অতিবাহিত হচ্ছে। আজকে দিবাগত রাতে অর্থাৎ ২৭ তম রমজানের রাতে সংগঠিত হতে পারে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। পবিত্র কুরআন মাজীদে এই রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতের ইবাদতের মর্যাদা হাজার মাসের ইবাদতের সমান।
আজ পবিত্র শবে কদরের রাতে বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীতে রাত কাটাবে। আমাদের দেশেও অত্যন্ত মর্যাদার সহিত লাইলাতুল কদর বা শবে কদরের রাত পালিত হয়। রমজান মাস মুসলিম উম্মার জন্য প্রাপ্তির মাস। আজকে লাইলাতুল কদর রাত উপলক্ষে আগামীকাল রবিবার সরকারি ছুটি থাকবে।
কদর শব্দটির অর্থ হচ্ছে সম্মান এবং মহিমান্বিত। মহান আল্লাহ তায়ালার নির্দেশে জিব্রাইল (আ.) সহ বিভিন্ন ফেরেশতারা এই রাতে জমিনে নেমে আসেন। ভাগ্য পরিবর্তনের এই রাতে দোয়ার মাধ্যমে পরবর্তী বছরে ভাগ্য পরিবর্তন করার সুযোগ রয়েছে। কারণ এই রাতে আল্লাহ তায়ালা পরবর্তী লাইলাতুল কদরের সময় পর্যন্ত মানুষের কার্যবিধি গুলো ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন।
রাসুল পাক (সা.) বলেন, তোমরা যদি কবরকে আলো ঝলমল অবস্থায় পেতে চাও তাহলে শবে কদরে রাত জেগে ইবাদত করো।’ আর কেউ যদি ঈমানের সহিত শুদ্ধ নিয়তে ইবাদতের সহিত লাইলাতুল কদর বা শবে কদর অতিবাহিত করে তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। (বুখারী)
অনেকেই হয়তো ধারণা করতে পারেন আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর সংঘটিত হবে। কিন্তু শবে কদরের নির্দিষ্ট কোন তারিখ বা দিন নেই। কারণ নবীজি (সা.) কখনোই বলেননি যে ২৭ তম রোজায় লাইলাতুল কদর সংঘটিত হবে। রমজান মাসের ২১ তম রমজান থেকে ২৯ তম রমজান পর্যন্ত যেকোনো দিন লাইলাতুল কদর সংঘটিত হতে পারে। তবে বিজোর রাত গুলোতে এবং ২৭ তম রমজানে এটি সংঘটিত হওয়ার সম্ভাবনার সবচাইতে বেশি।
আজ শবে কদরের রাত
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যেহেতু লাইলাতুল কদরের নির্দিষ্ট কোন তারিখ নেই তাই আমরা যেন শুধুমাত্র এই একটি রাতেই জেগে ইবাদত করে ক্ষান্ত হয়ে না যাই। রমজান মাসের বাকি রাতগুলোতেও আমরা রাত জেগে ইবাদত করে যাতে লাইলাতুল কদর পেতে পারি। আজ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে গগন নিউজের পক্ষ থেকে মোবারকবাদ!