টাঙ্গাইলের ট্রেন লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ:
- আপডেট সময় : ০৪:১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
গত দুইদিন আগে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৯ টি বগি লাইনচ্যুত হয়ে চলাচলের বিঘ্নতা সৃষ্টি হয়েছে। আবার একইভাবে টাঙ্গাইলের ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে।গত সোমবার রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা জানি এই ঈদের মৌসুমে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক ব্যস্ত থাকে। ঢাকায় থাকা উত্তরবঙ্গের প্রায় সকল লোকজন এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকার থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ এক বিবৃতিতে জানান, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু স্টেশনে বিরতি দেয়। বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনের চাকায় যান্ত্রিক ত্রুটি হওয়ায় এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই রেল কর্তৃপক্ষ উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।যেহেতু এই ট্রেন লাইনে মানুষের চলাচল অনেক বেশি তাই অনেক যাত্রী স্টেশনটিতে আটকা পড়েছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন।
টাঙ্গাইলের ট্রেন লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ:
এদিকে টাঙ্গাইলের ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনার উদ্ধার কাজে বিশাল আকৃতির ক্রেন মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই কারণে বাস এবং ট্রাকের ধীর গতির কারণে ১১ কিলোমিটার এরও বেশি রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী ভোগান্তি আরও বেড়ে যায়। অনেক বাস আবার বিকল্প রাস্তা গুলি দিয়ে যাওয়া শুরু করার আস্তে আস্তে যানজটের পরিমাণ কমছে।
ঈদের মৌসুমে এরকম ট্রেন বা সড়ক দুর্ঘটনা আমাদের কারোরই কাম্য নয়। কিন্তু তারপরেও অনাকাঙ্ক্ষিত এসব দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। টাঙ্গাইলের ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ হওয়াটা ঠিক তেমনি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।