আজকের বৃষ্টির আবহাওয়া খবর
- আপডেট সময় : ১০:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে বৃষ্টির আবহাওয়া। ইতিমধ্যে বেশ কয়েকবার ব্যাপক শিলা বৃষ্টিও হয়েছে। এতে করে কৃষক ও ফসলের সাথে সম্পৃক্ত লোকজনেরা বেশ উদ্বেগে আছেন। তবে এ ধরনের বৃষ্টিতে ফসলের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। বরং এই মৌসুমের প্রধান ফসল বোরো ধানের জন্য বৃষ্টি বেশ উপকারই বয়ে এনেছে।
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার আবহাওয়ার সংবাদে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন দেশের বিভিন্ন স্থানে বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের মৌসুমী ফল আম ও লিচুর ওপর বেশ ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।
তাছাড়া ঢাকা, ময়মনসিংহ,খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা দমকা বাতাস বা ঝড়ো হওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে রাতের বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও দিনের বেলায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির আবহাওয়া আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ রয়েছে। এই পশ্চিমা লঘুচাপই বাংলাদেশে বৃষ্টিপাতের কারণ।
আজকের বৃষ্টির আবহাওয়া খবর
বিগত ২৪ ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে, ৫৬ মিলিমিটার। দেশের রাজধানী ঢাকায়ও বৃষ্টির আবহাওয়া বেশ ভালো। গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার। অবশ্য বৃষ্টির কারণে রাজধানীতে তাপমাত্রা কমে এসেছে।
তবে আজ থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে থাকবে। রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত বৃষ্টির আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রা বেশ কম ছিল। কিন্তু আগামী ২৬ তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে আবার খানিকটা বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ঢাকার বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৃষ্টিপাত হলেও বায়ু দূষণের পরিমাণ একদমই কমেনি। বৃষ্টি হলে সাধারণত নগরীতে বায়ু দূষণের মাত্রা কম থাকে। সম্প্রতি আইকিউএয়ার ২০২৩ সালের বিশ্বের বায়ু দূষণ প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার বায়ু দূষণের চিত্র। যেটির শীর্ষে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান ছিল দ্বিতীয় স্থানে।
অতিরিক্ত বায়ু দূষণের কারণে সাধারণ শ্রেণীর মানুষ সহ বিশেষ করে বয়স্ক, শিশু ও অন্তঃসত্তা নারীরা সবচাইতে বেশি ঝুঁকিতে থাকে। তাই এই বায়ু দূষণ কমানোয় সরকারি পদক্ষেপের পাশাপাশি আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। তাহলে বৃষ্টির আবহাওয়া ও শুষ্ক আবহাওয়া উভয়ই অনেক সুন্দর হবে।