আজকের সেহরির শেষ সময় কখন
- আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
এই নিউজে এখন শেয়ার করা হচ্ছে আজকের সেহরির শেষ সময় কখন সে বিষয় সম্পর্কে। কেননা মাহে রমজানের শেষ পর্যায়ে এখন এসে গিয়েছে। আর এই উপলক্ষে আমরা জানবো সেহরির শেষ সময় কখন সে বিষয়ে সম্পর্কে।
মাহে রমজান ২০২৪ এর প্রায় ২৪ টি রমজান অতিক্রম হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটি রমজান বাকি রয়েছে। এরপর উদযাপন করা হবে ঈদুল ফিতর। অর্থাৎ রোজা ভঙ্গের আনন্দ। তবে রমজানের সময় যে বিষয়টি লক্ষণীয় নির্দিষ্ট সময় ইফতার গ্রহণ করা। ঠিক যেমন নির্দিষ্ট সময় ইফতার গ্রহণ করতে হবে ঠিক তেমনি নির্দিষ্ট সময়ের মধ্যে সেহরি খেতে হবে। অর্থাৎ কোন রোজাদার যদি নির্দিষ্ট সময়ের পর সেহরি গ্রহণ করে অথবা খাবার খায় তাহলে রোজা হবে না। এইজন্য নির্দিষ্ট সময়ের পূর্বেই সেহরি গ্রহণ করতে হবে এবং রোজা রাখতে হবে। রোজা রাখার যতগুলো শর্ত এবং খরচ রয়েছে তার মধ্যে অন্যতম এটি হচ্ছে। আর একজন রোজাদারকে অবশ্যই এই সকল নিয়মকানুন মেনে চলে তারপর রোজা রাখতে হবে।
আজকের সেহরির শেষ সময় কখন
প্রত্যেকদিন সুবহে সাদিকের পূর্বে এই ইফতার গ্রহণ করতে হয়। তবে নির্দিষ্ট সময়ের পরপর এই সময়ের পার্থক্য হয়ে থাকে। বর্তমান সময়ে ইফতারের সময় বাড়ছে এবং সেহরির সময় কমে যাচ্ছে। যেমন গতকালকে সেহরীর সময় ছিল রাত চারটা ২৮ মিনিটে। আর আজকের সেহরির শেষ সময় হচ্ছে রাত ৪টা ২৭ মিনিটে। অর্থাৎ দিন যত যাচ্ছে ঠিক ততটাই কমছে এই সময়। ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের কারণে এই সময়সূচির পরিবর্তন হয়ে থাকে।
আমাদের গগন নিউজ এ তুলে ধরা হয়েছে রমজানের ক্যালেন্ডার ২০২৪। যারা এই ক্যালেন্ডার দেখতে আগ্রহী তারা আমাদের ধর্ম কেটা করে দেখুন এবং সেখান থেকে দেখে নিন আপনার এলাকা অনুযায়ী ক্যালেন্ডার। আমরা যে সময়সূচী দিয়েছি আপনাদের এটি হচ্ছে মূলত ঢাকা বিভাগের অনুসারে। কারণ বাংলাদেশের মূল কেন্দ্রে অবস্থিত ঢাকা আর এর উপনির্ভর করে বিভিন্ন অঞ্চলের সময়ের পার্থক্য হয়ে থাকে এক থেকে পাঁচ মিনিট সময়ের পার্থক্য। তাই আপনার অঞ্চলের ভৌগোলিক অবস্থান অনুসারে এর সাথে সংযোজন বা বিয়োজন করে সেহরি বা ইফতার গ্রহণ করবেন।
এখানে দেখলেন আজকে সেহরির শেষ সময় কখন। এরকম ধর্ম সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপডেট তথ্যগুলো জানতে হলে আমাদের পত্রিকা পড়বেন নিয়মিতভাবে। কেননা কখনও যে তুলে ধরা হয় ধর্ম এবং অন্যান্য বিষয় সংক্রান্ত সকল আপডেট খবর গুলো। যাতে করে একজন পাঠক ধর্ম বিশ্বাস নিজের জ্ঞানকে আরো বৃদ্ধি করতে পারে এবং সকল সর্বশেষ খবর গুলো জানতে পারেন।