৯৬ হাজার শিক্ষক নিয়োগ এনটিআরসিএ
- আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে এই সকল শিক্ষক নিয়োগ দেয়া হবে।
আজ রবিবার ৩১ শে মার্চ এই গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএ এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সারাদেশে স্কুল এবং কলেজ পর্যায়ে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ৫৩ হাজার ৫৪০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। যারা অলরেডি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
কবে থেকে আবেদন করা যাবে?
আপনি যদি ইতিমধ্যে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আগামী ১৭ ই এপ্রিল বেলা ১২:০০ টা থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে মে মাসের ৯ তারিখ পর্যন্ত। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ই মে রাত ১২ টা পর্যন্ত। তবে আবেদন করে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব টাকা পরিশোধ করা উচিত।
৯৬ হাজার শিক্ষক নিয়োগ এনটিআরসিএ
কিভাবে আবেদন করবেন?
বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আবেদন এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে। আর টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আবেদন করার সময় কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে?
আবেদনকারী কে জানুয়ারি ১, ২০২৪ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। আবেদন করার সময় একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান কে পছন্দের তালিকায় হিসেবে রাখতে পারবেন। স্কুল কিংবা কলেজ পর্যায়ে একটি করে আবেদন করতে পারবে।
তবে শিক্ষক নিয়োগে যদি কোন প্রার্থী স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে আবেদন করে থাকে তাহলে তাকে প্রথমে কলেজ পরিচয় বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে যোগ্য না হলে তাহলে তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কোন প্রার্থী যদি একবার কলেজে শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হন তাহলে তাকে আর স্কুল পর্যায়ে নিয়োগ দেওয়া হবে না।
যদি কেউ এর আগে সুপারিশ প্রাপ্ত হয়ে কোন স্কুল বা কলেজের কর্মরত থাকেন, তাহলে তাদের আর সেই পদে আবেদন করার সুযোগ নেই। তবে কেউ যদি স্কুলে কর্মরত থাকেন আর কলেজ পর্যায়ে নিবন্ধন থাকা অবস্থায় আবেদন করেন তাহলে তিনি মেধার ভিত্তিতে সুপারিশ প্রাপ্ত হতে পারেন।