সৌদি মডেল রুমি আল কাহতানি
- আপডেট সময় : ১০:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন সৌদি মডেল রুমি আল কাহতানি। বিগত ৭২ বছরের ইতিহাসে দেশটি সুন্দরী প্রতিযোগিতায় কোন প্রতিনিধি পাঠায়নি। এই সর্বপ্রথম ২৭ বছর বয়সী রুমি আল কাহতানি বিশ্ব সুন্দরীর মঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন। গত সোমবার সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আল কাহতানির নাম ঘোষণা করা হয়েছে।
রুমি আল কাহতানি পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তার ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ফলোয়ার রয়েছে। তিনি সৌদির রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন।
রুমি আল কাহতানি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বাইরের বিশ্বের সংস্কৃতি সম্পর্কে আরো বেশি জানতে চাই। এর পাশাপাশি আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিতে চাই। এর আগেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি মিস এন্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। যেটি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায়। “মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১” এবং “মিস মিডল ইস্ট” খেতাবও রয়েছে তার।
সৌদি মডেল রুমি আল কাহতানি
তিনি আরো জানান, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বিভিন্ন দেশে ঘোরার ছবিগুলো তিনি ভক্তদের মাঝে শেয়ার করেন। তাছাড়া তার আরও একটি শখ রয়েছে, বিভিন্ন ডিজাইনের জুয়েলারি সংগ্রহ করে রাখা। বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত ও নিখুঁত ডিজাইনের সব গয়না এবং ব্রেসলেট নিজের সংগ্রহ রাখতে ভালোবাসেন তিনি।
গত বছর মুসলিম রাষ্ট্র পাকিস্তানের পক্ষ হিসেবে মিস ইউনিভার্সে নাম লিখেছিলেন এরিকা রবিন। মিস ইউনিভার্সের স্যুট রাউন্ডে হেঁটে বেশ আলোচনার ঝড় তুলেছিলেন তিনি। তবে বিশেষ ব্যাপার হল, শরীর প্রদর্শন করে নয়, বরং পুরো শরীর ঢেকেই মিস ইউনিভার্সের মঞ্চে তিনি হাঁটেন। তবে রুমি আল কাহতানি নিজেকে মঞ্চে কিভাবে প্রদর্শন করবেন সেটি দেখার বিষয়। মিস ইউনিভার্স ও অন্যান্য সুন্দরী প্রতিযোগিতায় মুসলিম দেশ থেকে সাধারণত খুবই নগণ্য সংখ্যা প্রতিযোগী অংশগ্রহণ করেন। আর সৌদির মত দেশ থেকে তো পুরোই অপ্রত্যাশিত ব্যাপার।
শাকিব খানের সিনেমা
এবছরের শেষের দিকে মেক্সিকোতে আয়োজিত হবে মিস ইউনিভার্সের এই আসর। সৌদি আরবের পাশাপাশি আরেকটি মুসলিম দেশ ইরানও অংশ নেবে এই প্রতিযোগিতায়। তবে মিস ইউনিভার্স জগতের সবচেয়ে উল্লেখযোগ্য দেশ ভারতের হয়ে কে অংশগ্রহণ করবে সেটি এখনো জানা যায়নি।