ইতালির ভিসা আবেদন আপডেট
- আপডেট সময় : ১০:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
প্রত্যেক বছর পড়াশোনা, কাজ কিংবা ভ্রমণের উদ্দেশ্যে অনেক মানুষ ইতালি পাড়ি জমায়। যারা ইতালির ভিসা আবেদন শুরুর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুখবর। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভিসা আবেদন শুরু হবার খবর জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে ইতালির ভিসা আবেদন অনুমোদন করার পর ঢাকায় দেশটির দূতাবাসে VFS.Global থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
তবে প্রতিষ্ঠানটি হতে এপয়েন্টমেন্ট নিতে গিয়ে বাংলাদেশিরা বেশ ভোগান্তিতে পড়ছেন। আবেদনকারীদের অভিযোগ VFS.Global থেকে এপয়েন্টমেন্ট নিতে গিয়ে অনেক সময় লাগছে। অর্থাৎ ইতালির ভিসা আবেদন করে সেই ভিসা পেতে যথেষ্ট সময় নষ্ট হচ্ছে। তাই VFS.Global কে ভিসার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালিয়ান দূতাবাস। গত ২৭ মার্চ একটি বিজ্ঞপ্তিতে এই ঘোষণার ব্যাপারে জানিয়েছে ইতালিয়ান দূতাবাস।
তাই ভিসা অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে বেশ পরিবর্তন আনছে ইতালিয়ান দূতাবাস। এমনটি জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। নতুন পদ্ধতিতে জরুরি প্রয়োজনের জন্য ইতালির ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী বৈধ ভিসাধারীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবে। এই ধরনের ভিসার জন্য এপয়েন্টমেন্ট বুকিং নিতে কোন ধরনের টাকা লাগবে না বলেও জানিয়েছেন ইতালিয়ান দূতাবাস।
ইতালির ভিসা আবেদন আপডেট
গত ২৬ শে মার্চ VFS.Global তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি ঘোষণা দেয়। সেটি হলো, ইতালি দূতাবাসের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে তারা একটি নতুন অনলাইন এপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম নিয়ে কাজ করছে। এই পদ্ধতিতে জরুরি প্রয়োজনে ভিসাধারীরা এপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবে। নতুন এই এপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটি কিছুদিনের মধ্যেই কার্যকর হবে। সেটি চালু হওয়া মাত্রই অন্য একটি বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানানো হবে।
ইতালির ভিসা আবেদনের নতুন এই পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। এতে করে দালালদের দূরত্ব কমার পাশাপাশি কমবে অনেক ভোগান্তি।
VFS.Global এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এপয়েন্টমেন্ট বুক করার জন্য কেউ অর্থ চাইলে কোন প্রকার অর্থ লেনদেন করা যাবে না। এরকম কোন প্রতারকের সম্মুখীন হলে দেরি না করে অতি দ্রুত VFS.Global এবং ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাসে অভিযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
ইতালি আমাদের অনেকের কাছেই স্বপ্নের একটি দেশ। শিক্ষা কিংবা যাই হোক না কেন প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর লোক ইতালি যায়। তারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠানোর মাধ্যমে অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখেন। ইতালির ভিসা আবেদনের নতুন এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ইতালি জনবল যাওয়া আরো সহজ হবে বলে আশা করি।