বিশ্বের সবচাইতে সুখী দেশ ফিনল্যান্ড!
- আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৬৭ বার পড়া হয়েছে
ফিনল্যান্ড পৃথিবীর সবচাইতে সুখী দেশ। একটা প্রবাদ প্রচলিত আছে, ফিনল্যান্ডে জন্ম নেওয়া নাকি লটারি জেতার মত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ডে বসবাসরত মানুষ পৃথিবীর সবচাইতে সুখী।
কিন্তু আপনি জানেন কি? ফিনল্যান্ডে ৬ মাস প্রচন্ড শীত থাকে! তারপরেও তারা এত সুখী কেন?
শুধু তাই নয়, টানা চার বছর ধরে পৃথিবীর সবচাইতে সুখী দেশের খেতাবটি ধরে রেখেছে ফিনল্যান্ড। আপনার কি মনে হয় এদের এত সুখী হওয়ার রহস্য বা কারণ কি হতে পারে? চলুন এমন কিছু বিষয় জেনে নেই যেগুলো ফিনল্যান্ডের বাসীদের এত সুখে রেখেছে।
সময়ের সদ্বব্যবহার
ফিনল্যান্ডের লোকজন সময়ের সদ্ব ও সঠিক ব্যবহার করতে জানে। ঠান্ডা কিংবা গরম যাই হোক না কেন তারা তাদের কাজ হতে কখনোই দূরে থাকে না। এমনকি সকাল বেলার জগিং কিংবা সাইকেল চালানো থেকেও তাদের আটকে রাখতে পারে না। তারা নিয়মিত বিভিন্ন পার্কে কিংবা প্রাকৃতিক পরিবেশে ক্যাম্পিং করতে পছন্দ করে। যেটি তাদের মানসিক ও স্বাস্থ্যগত উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করে।
জনগণের মধ্য সমতা
এখানে দরিদ্র ও ধনীদের মধ্যেও তেমন ভেদাভেদ নেই বললেই চলে। সরকারের পক্ষ থেকে সকল শ্রেণীর লোকজনদের জন্য রয়েছে সমান সুযোগ সুবিধা। এই দেশে কাউকে ঘরছাড়া থাকতে হয় না। ধনীরা তাদের সম্পদ দেখিয়ে বেড়ায় না। সবচাইতে দরিদ্র ব্যক্তিটিও আর সবার মত সর্বোচ্চ চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সেবা পেয়ে থাকে।
প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক
পৃথিবীর সবচাইতে সুখী দেশ ফিনল্যান্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। শুধুমাত্র রাতের আকাশ দেখার জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে লোকজন এসে ভিড় করেন। এটিও তাদের সুখে থাকার অন্যতম একটি কারণ।
নিম্ন অপরাধের মাত্রা
সুখে থাকার আরেকটি নিয়ামক হলো কম অপরাধ সংঘটিত হওয়া। ফিনল্যান্ডে অপরাধ সংগঠনের পরিমাণ একদম কম। তাই এখানকার মানুষরা নিজেদেরকে নিরাপদ ভাবে এবং সুখে জীবন যাপন করে।
আর এই কারণেই এই দেশটি বিশ্বের সবচাইতে সুখী দেশ বলে স্বীকৃতি প্রাপ্ত।
যদিও সুখে থাকা কিংবা নিজেকে সুখী ভাবাটা সম্পূর্ণ মনের উপর নির্ভরশীল, তবুও পারিপার্শ্বিক বিষয়গুলো এর পেছনে অনেকটাই দায়ী। সেভাবেই ফিনল্যান্ডের সার্বিক পরিবেশ একে বিশ্বের সবচাইতে সুখীদের হিসেবে গড়ে তুলেছে।