শাকিব খানের সিনেমায় যিশু ভিলেন
- আপডেট সময় : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
শাকিব খানের সিনেমায় যীশু ভিলেন হিসেবে অভিনয় করছেন। গতবছর পরিচালক রায়হান রাফি শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সিনেমার নাম “তুফান”। সেই তুফান সিনেমায় ভিলেনের চরিত্রে কলকাতার জনপ্রিয় নায়ক যীশু সেনগুপ্ত অভিনয় করছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে যীশু সেনগুপ্তের এটি প্রথম সিনেমা।
বাংলাদেশের চরকি, ভারতের আলফা আই ও এসভিএফ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে। এ ব্যাপারে শাকিব খান মিডিয়াকে জানান, ভারত ও বাংলাদেশের তিনটি বড় বড় সংস্থা সিনেমাটিকে প্রযোজনা করছে। বাংলাদেশের এই সিনেমাটি ভারতে শত কোটি আয় করবে বলে তাদের প্রত্যাশা রয়েছে। ইতিমধ্যে সিনেমাটির একটি পোস্টারও রিলিজ হয়েছে। যা রীতিমতো দর্শকদের বেশ নজর কেড়েছে।
সম্প্রতি এই সিনেমাটি নিয়ে আবার একটি গুঞ্জন উঠেছে। শাকিবের সিনেমায় যীশু ভিলেন হিসেবে অভিনয় করছে। যদিও যীশু সেনগুপ্তের খলনায়ক হিসেবে অভিনয় করার বিষয়টি প্রযোজনা কিংবা পরিচালক কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তবে সিনেমার সাথে যুক্ত একাধিক দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে শাকিবের সিনেমায় যীশু ভিলেন হিসেবে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। হয়তো খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে পারে।
শাকিব খানের সিনেমায় যিশু ভিলেন
সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি। তবে খুব শীঘ্রই শুটিং কার্যক্রম শুরু হবে। সিনেমাটির ব্যাপারে আরো একটি গুঞ্জন রয়েছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। তবে সেটি সম্পর্কেও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোন ঘোষণা আসেনি।
তুফান মূলত পুরোপুরি অ্যাকশন ধাঁচের একটি সিনেমা। সিনেমাটির পোস্টার দেখলে সেটি অনুমান করা যায়। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, কেজিএফ কিংবা পুস্পার মত গ্যাংস্টার ঘরনার ছবি বানানোর ইচ্ছে আমার। কারণ বাংলাদেশে এই ধরনের সিনেমা খুব কমই তৈরি হচ্ছে। যেহেতু ইন্ডিয়াতে এখন এই ধরনের সিনেমাগুলো দর্শক বেশি পছন্দ করছে, তাই আমাদের উচিত এ ধরনের সিনেমা তৈরির দিকে মনোযোগ দেওয়া। তবে এই সিনেমায় প্রথমে খলনায়কের ভূমিকায় অভিনয় প্রস্তাব দেয়া হয়েছিল আফরান নিশোকে। আগামী ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি দেয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে।
শরিফুল রাজ বুবলির ভাইরাল
সত্যিই যদি শাকিবের সিনেমায় যীশু ভিলেন হিসেবে অভিনয় করে তবে সেটি দর্শকদের অবশ্যই হলে টানতে বাধ্য করবে। কারণ সম্প্রতি যীশুর তামিল সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করে বেশ সফল হয়েছেন। আশা করি শাকিবের তুফান সিনেমাতেও সেরকমই কিছু ঘটবে।