১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি
- আপডেট সময় : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এমনটাই ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ।
এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ে প্রতি বছর হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এনটিআরসিএ সেই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে।
গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে এনটিআরসিএ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
এমপিওভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে আগ্রহী প্রার্থীদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে।
উক্ত পরীক্ষাটি দুইটি ধাপে সম্পন্ন হবে। স্কুল ও জুনিয়র স্কুল শিক্ষকদের পরীক্ষা সকাল ৯:৩০ হতে ১০:৩০ পর্যন্ত মোট ১ ঘন্টায় সম্পন্ন হবে।
আর কলেজ পর্যায়ে আগ্রহী প্রার্থীদের পরীক্ষা বিকাল ৩:৩০ হতে ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টন:
১৫ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি মোট ১০০ নম্বরে সম্পন্ন হবে। পুরো পরীক্ষাটি হবে বহুনির্বাচনি বা এমসিকিউ পদ্ধতিতে।
বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের প্রত্যেকটিতে ২৫ নম্বর করে বরাদ্দ থাকবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় পাশ নম্বর হবে ৪০।
আপনাদের জানার সুবিধার্থে জন্য ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংক্রান্ত এনটিআরসি এর নোটিশটি নিম্নে দেওয়া হলো:
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ধাপ বা প্রক্রিয়া:
যারা এ বছর নতুন পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা অনেকে জানেন না শিক্ষক নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। আশা করি আমার এই লেখাটির মাধ্যমে তারা পুরো ব্যাপারটি সম্পর্কে অবগত হতে পারবেন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা যেটি আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের আরেকটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেই বিষয়ের উপর আপনি শিক্ষক হতে চান সেটির উপর সাধারণত লিখিত পরীক্ষাটি হয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হয়। ভাইভাতে উত্তীর্ণ হলেই আপনি এনটিআরসিএ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রেজাল্টের মাধ্যমে নিবন্ধন সার্টিফিকেটটি পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন নিজ নিজ বিষয় ছাড়াও লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য অন্যান্য সাধারণ বিষয়গুলির উপরও জোর দিতে হবে।