আজকের আবহাওয়া: ঢাকা ও এর আশেপাশের এলাকায়
- আপডেট সময় : ০২:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আজ ১৬ মার্চ শনিবার বলা হয়েছে, আগামীকাল রবিবার ঢাকা, সিলেট ও এর আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা যেতে পারে।এছাড়া দেশের অন্যান্য স্থানগুলিতে আংশিক মেঘলা, শুষ্ক ও স্বাভাবিক আবহাওয়া থাকবে।
তার পরের সোমবার থেকে সারাদেশে মূলত রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করবে। এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
তবে পবিত্র এই মাহে রমজান মাসে বিগত বছর গুলোর তুলনায় তাপমাত্রা অনেক কম।
আজকের আবহাওয়া: ঢাকা ও এর আশেপাশের এলাকায়
শুক্রবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.০ ডিগ্রী সে. ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩.৫ ডিগ্রি সে. বিগত বছরগুলোর আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আব্দুল মান্নান বলেন, মার্চ মাস থেকেই মূলত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। বিগত কয়েক দশকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চলতি বছরে। তাই আমাদের এই ওয়ার্মিং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে।
গত বছরের আবহাওয়ার তাপমাত্রা যে কতটা ভয়ানক ছিল তা আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। কিন্তু এই বছরে সেই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
এদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে দেশের তাপমাত্রা আগামী কয়েক মাসের মধ্যেই ৩৮ থেকে ৪৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর মধ্যেও হতে পারে ৫ থেকে ৭ টি তাপ প্রবাহ। তাছাড়া শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরণের তাপ প্রবাহ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো আছেই।
তারা আরো বলেছেন, গত বছর বাংলাদেশের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেই রেকর্ড ভেঙে এ বছরের তাপমাত্রা হতে পারে ৪১ থেকে ৪৪° সেলসিয়াস।
বাংলাদেশের আবহাওয়া বরাবরই বসবাসের সবচাইতে উপযোগী ছিল। কিন্তু বিগত কয়েক দশকে বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতার কারণে সেই আবহাওয়া কাঠামো ভেঙে গিয়েছে। তাইতো ষড়ঋতুর এই দেশে এখন মাত্র অবশিষ্ট রয়েছে শীত, গরম আর বৃষ্টি।
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতিকালে ঘটে যাওয়া উচ্চ তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি, তীব্র তাপদাহ ইত্যাদি বাংলাদেশের আবহাওয়ার জন্য উদ্বেগের কারণ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আজকের আবহাওয়া: ঢাকা ও এর আশেপাশের এলাকায়।
সুতরাং আগামী দিনগুলোতে বাংলাদেশে তাপদাহের তীব্রতা ও সময়কাল বৃদ্ধি পাবে। আমাদের উচিত এরকম পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তোলা।