রমজানে আজকে কত রোজা ২০২৪
- আপডেট সময় : ০৮:০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে
রমজান মাস রহমত ও বরকতের মাস। বেশি বেশি সওয়াবের আশায় প্রতিবছর পবিত্র এই মাসের জন্য পৃথিবী জুড়ে অপেক্ষা করে শতকোটি মুসলমান। কারণ এই রমজানের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা ও অনেক বেশি রহমত লাভের সুযোগ পেয়ে থাকি।
শুধু তাই নয়, আত্মসংযমের এই মাসে আমরা নিজেদের বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করে সুস্থ ভাবে জীবন যাপনের অভ্যাসও গড়ে তুলতে পারি। সেই সাথে বুঝতে পারি যারা অভাব অনটনে না খেয়ে দিন কাটায় তাদের কতটা কষ্ট হয়।
আজকে কত রোজা?
এ বছর ২০২৪ সালে পবিত্র মাহে রমজান শুরু হয়েছিল ১২ মার্চ মঙ্গলবার থেকে। দেখতে দেখতে আমরা অনেকগুলো রোজা পার করে ফেলেছি।
সেই হিসেবে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার ১৪তম রোজা চলছে
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচী অনুযায়ী আজকের ইফতারের সময় ঢাকাতে সন্ধ্যা ৬ টা বেজে ১৩ মিনিটে এবং সেহরি শেষ রাত্রে ৪ টা বেজে ৪৩ মিনিটে। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের সময়সূচি সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত বাড়তে বা কমতে পারে। আজকে কত রোজা সেটা তো জানেন। তো চলুন জেনে নেই এই রোজার কিছু ফজিলত। রমজান মাসে যে কোন ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায়। রমজানে করা নফল ইবাদত অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত প্রিয় রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তিগণ ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ সমূহ মাফ করে দিবেন।
এছাড়া কোন অজুহাত ছাড়া রমজান মাসে সিয়াম পালন না করলে তার জন্যও রয়েছে ভয়ানক শাস্তি। রমজান মাসের একটি রোজা পালন না করলে সে শুধু গুনাহগারই হবে না বরং ওই একটি রোজার পরিবর্তে বাকি জীবন রোজা রাখলেও সেই রোজার সমান হবে না।
তাই অসুস্থতা ও সফর ব্যতীত কোনভাবেই রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। রমজান মাসে আরেকটি রহমতের দিন রয়েছে আর সেটি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর। এর গুরুত্ব ও ফজিলত নিয়ে আরেকদিন আলোচনা করব।
আজকে কত রোজা সেটা তো জানলেন। তো চলুন এটাও জেনে নেই ঈদুল ফিতর কবে হতে পারে। ঈদ ও রোজার সময় যদিও সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবুও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এ বছর ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল বৃহস্পতিবার।