মস্কোয় কনসার্টে হামলা নিহত বেড়ে ৬০
- আপডেট সময় : ০২:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময়ে রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুকধারীরা হামলা করেছে। সেই হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৬০ জন। রাশিয়ান তদন্ত কমিটির দেওয়া বরাত অনুযায়ী বিবিসি এই খবর জানিয়েছে।
ঘটনার সময় মস্কোর ক্রোকাস সিটি হলে হঠাৎ কিছু বন্দুকধারী ঢুকে পড়ে। তাদের হাতে ছিল অটোমেটিক রাইফেল। তারা এই রাইফেল দিয়ে কনসার্টের ভিড়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
রুশ সংবাদ মাধ্যম গুলোতে বলা হয়েছে, হামলাকারীরা শুধু রাইফেলই নয় বরং বিস্ফোরক বা গ্রেনেডও ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। বিল্ডিংটির হলের ছাদও ধসে পড়ে। বন্দুক হামলায় নিহতের পাশাপাশি আহতদের সংখ্যাও প্রায় শতাধিক। হামলার সময় ভেতরে পিকনিক নামের একটি ব্র্যান্ড দলের সঙ্গীত পরিবেশনার প্রস্তুতি চলছিল। স্বভাবতই সেখানে প্রচুর ভিড় ছিল। তাই নিহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। এদিকে মস্কোয় বন্দুকধারীদের হামলার দায় স্বীকার করেছে আইএস বা ইসলামিক স্টেট।
মস্কোয় কনসার্টে হামলা নিহত বেড়ে ৬০
বিশ্ব সংবাদ সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, হামলার পর নিজেদের টেলিগ্রাম চ্যানেলের দেওয়া একটি পোস্টে ইসলামিক স্টেট এর পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়েছে। তবে আইএস এর সেই পোস্টটি এখন পর্যন্ত সব ভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ন্যাক্কারজনক ঘটনাকে “রক্তাক্ত সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছে। তাছাড়া রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে চলমান যুদ্ধ রয়েছে তার সাথে কোন সম্পর্ক আছে কিনা সেটিও জানাতে পারেনি।
তবে যুক্তরাষ্ট্র নাকি মস্কোয় এই বন্ধুক হামলার দুই সপ্তাহ আগে সতর্ক করেছিল। ৭ মার্চ রাশিয়াতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে একটি সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয় মস্কোয় উগ্রপন্থীদের হামলার সম্ভাবনা রয়েছে। এ সতর্কতায় বড় কোন জমায়েত বা কনসার্টের কথা উল্লেখ করা হয়েছিল।
মার্কিন দূতাবাসের পক্ষ রাশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় জমায়েত গুলো এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল। এরই মধ্যেও গত শুক্রবার ২২ মার্চ সন্ধ্যায় মস্কোতে এ ঘটনা ঘটে।