গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
- আপডেট সময় : ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
সম্প্রতি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের আইডিতে প্রবেশ করে আসন বিন্যাস গুলো দেখতে পারবে। গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। গুচ্ছের অন্তর্ভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আগামী ২৭ এপ্রিল থেকে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ২২ টি বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে। ২৭ এপ্রিলের পর মে মাসের ৩ তারিখে মানবিক বিভাগ এবং ১০ তারিখে বাণিজ্য বিভাগের পরীক্ষা নেওয়া হবে। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ অর্থাৎ “ক” ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ টি।
- মানবিক বিভাগ অর্থাৎ “বি” ইউনিটে আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৬৩১ টি।
- ব্যবসায় শিক্ষা বিভাগ অর্থাৎ “সি” ইউনিটে আবেদন জমা পড়েছে ৪০ হাজার ১১৬ টি।
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্য সবচাইতে বেশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে পছন্দ করেছে। যেখানে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন সেখানে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ৯০ হাজার ৮৪১ জন। যেটি মোট শিক্ষার্থীদের প্রায় তিনভাগের এক ভাগ।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
এদের মধ্যে আবার বিজ্ঞান বিভাগে ৫৩,৮৩২ জন, মানবিক বিভাগে ১৯,৭৭০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭,২৩৯ জন শিক্ষার্থী রয়েছে।
আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিজ্ঞান বিভাগের পরীক্ষা দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি দুইটা ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়াটা আরো সহজ হয়েছে। না হলে এই ২৪ টি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ২৪ টি ভিন্ন ভিন্ন পরীক্ষায় বসতে হতো। আর এখন শুধুমাত্র ১ দিনেই ২৪ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দেওয়া যাবে। এতে শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে।
তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষাকারিকুলাম যেহেতু অনেকটা একই রকম তাই এই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করায় কোন প্রতিবন্ধকতা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস তো তোমরা জানলে। যেহেতু আগামী মাসেই পরীক্ষা শুরু, হাতে খুব বেশি সময় নেই। তাই দেরি না করে মনোযোগ সহকারে শেষ সময়ের প্রস্তুতি নাও।