ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি বিজ্ঞপ্তি ২০২৪
- আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
আজ ১৭ মার্চ ২০২৪ রোজ রবিবার, প্রকাশিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদসংখ্যা ৩০১৭ টি। বাংলাদেশ রাজস্ব খাতভুক্ত এই প্রতিষ্ঠানে মোট ৩০১৭ জন লোক নিয়োগ করা হবে ১৫ টি ক্যাটাগরিতে। ২৪ মার্চ রবিবার থেকে আবেদন গ্রহন করা শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত। আগ্রহে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বয়সসীমা
যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ মার্চ ২০২৪ তারিখ থেকে সেহেতু প্রার্থীকে উক্ত তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্য হতে হবে। তবে প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রতিবন্ধী হয় তাহলে বয়স সর্বোচ্চ ৩২ বছর হলেও আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই চাকরিতে আবেদন করতে হবে অনলাইনে। এছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আবেদন সাবমিট করতে পারবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি
আবেদন ফি
অন্যান্য সরকারি চাকরির মত এই চাকরির আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে।
অনলাইনে ফরম পূরণ করার পর আবেদন ফি পরিশোধের জন্য আপনাকে মোট ৭২ ঘন্টা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তির ১ থেকে ১৩ নম্বর পদের জন্য মোট ২২৩ টাকা (অফেরতযোগ্য)। ১৪ ও ১৫ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এইটা টাকার বাইরে অন্য কোন সার্ভিস চার্জ বা ভ্যাট কাটবে না।
বাংলাদেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা রোধে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরকম একটি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য খুবই আনন্দের। তাই শেষ সময় সীমার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন।