টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম
- আপডেট সময় : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
টিকটক বর্তমান প্রজন্মের জনপ্রিয় একটি অ্যাপ। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর ফোনেই টিকটক ভিডিও অ্যাপ দেখতে পাওয়া যায়। অনেকেই তো টিকটকে ভিডিও বানানোকে রীতিমত একটি পেশা হিসেবে বেছে নিয়েছেন। অবশ্য এর কিছু কারণও আছে, টিকটকের মাধ্যমে টাকা ইনকামের পাশাপাশি দেশ ও বিদেশ জুড়ে ব্যাপক খ্যাতি লাভ করার সুযোগ পাওয়া যায়।
আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র টিকটকে ভিডিও দেখেন। কিন্তু নিজে কোন ভিডিও আপলোড করেন না।
সব সময় ইন্টারনেট সংযোগ না থাকার কারণে অনেকেই টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে মোবাইলে সেভ করে রাখতে চান। কিন্তু তারা হয়তো জানেন না কিভাবে ভিডিওগুলো মোবাইলের গ্যালারিতে সেভ করা যায়।
আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে টিকটকের ভিডিওগুলো আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন। এতে যখন ইন্টারনেট থাকবে না তখন আপনি ভিডিওগুলো দেখতে পারবেন।
এর জন্য প্রথমে আপনার মোবাইলে টিকটক অ্যাপ ইন্সটল করে নিতে হবে। আপনি চাইলে কম্পিউটার ব্রাউজার থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে যেহেতু বেশিরভাগ লোকই মোবাইলে ভিডিও দেখতে বেশি অভ্যস্ত তাই মোবাইলের মাধ্যমে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় সেটি আপনাদের সামনে বর্ণনা করবো।
টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম
ধাপ ১.
প্রথমে আপনার মোবাইলে টিকটক অ্যাপটি ওপেন করুন। তারপর যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি প্লে করুন। ভিডিও চলাকালীন সময়ে ডান পাশের নিচে একটি শেয়ার বাটন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করুন।
ধাপ ২.
শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি মোবাইলে শেয়ার করার কিছু অপশন দেখতে পারবেন। সেখান থেকে “Save Video” বাটনে ক্লিক করুন।
তাহলেই উক্ত ভিডিওটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। আপনি টিকটকে এমন কিছু ভিডিও পাবেন যেগুলোতে এরকম শেয়ার বাটন নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ভিডিওগুলি ডাউনলোড করার জন্য আপনাকে অন্য কোন ওয়েবসাইট কিংবা অ্যাপের সাহায্য নিতে পারে। তবে তাতে করে মোবাইলে ভাইরাস বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার পরামর্শ রইলো টিকটকের ভিডিও ডাউনলোড করার জন্য অন্য কোন ওয়েবসাইট কিংবা অ্যাপের সাহায্য না নেওয়ার।
টিকটক একটি অন্যতম বিনোদনের মাধ্যম হলেও এর বেশ ক্ষতিকারক দিক রয়েছে। যার কারণে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ। অল্পবয়সী ছেলেমেয়েদের বিপথগামী করা, লেখাপড়ার ক্ষতিসহ নানা কারণে অনেকেই এটিকে পছন্দ করেন না।