সাত কলেজে ভর্তির যোগ্যতা
- আপডেট সময় : ০২:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
সেশনজট ও উচ্চ শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে ২০১৭ সালে রাজধানীর সাতটি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাত কলেজে ভর্তির যোগ্যতা, তারপর থেকে এই সাতটি কলেজের সকল শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ সকল কলেজ গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ কি কি?
সরকারি ৭ সাতটি কলেজ গুলো হলো:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. সরকারি কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. সরকারি বাংলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ
উক্ত কলেজগুলোতে এ বছর সর্বমোট ২১ হাজার ৫১৩ টি আসন রয়েছে।
সাত কলেজে ভর্তির যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এই কলেজগুলোতে ভর্তি হতে চাইলে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মোট জিপিএ (চতুর্থ বিষয় সহ) ৭.০০ থাকতে হবে।
মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির (চতুর্থ বিষয় সহ) মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। সেই সাথে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির (চতুর্থ বিষয় সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ভর্তির জন্য আবেদন করা যাবে। সাত কলেজের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পন্ন হবে। সময় থাকবে মাত্র ১ ঘণ্টা। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না। সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে এবং চলবে দুপুর ১২ টা পর্যন্ত।
পরীক্ষার তারিখ
আগামী মে মাসের ১০ তারিখে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের ১৭ তারিখে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১১ ই মে। বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে মে মাসের ১৮ তারিখে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে মে মাসের ২৫ তারিখে।