রুতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংস
- আপডেট সময় : ০৬:২২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
আইপিলের নতুন আসর শুরু হতে যাচ্ছে। এতদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি। আসর শুরুর ঠিক আগেই ধোনি সেই চেন্নাই দলের দায়িত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।
আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরুর। বাংলাদেশের মোস্তফিজুর রহমান সেই দলের হয়েই খেলবেন। রুতুরাজ গায়কোয়াড় ২০২০ সাল থেকে চেন্নাইয়ের পক্ষে খেলে আসছেন। ডান হাতি এই ওপেনার এখন পর্যন্ত আইপিএলএ ৫২ ম্যাচ খেলে ১,৭৯৭ রান করেছেন। এর সাথে ফিফটি করেছেন ১৪ টি এবং সেঞ্চুরি করেছেন ১ টি।
রুতুরাজ গায়কোয়াড় ১৯৯৭ সালের ৩১ জানুয়ারিতে ভারতের পুনে তে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালের ৬ অক্টোবর ভারত মহারাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণীর আন্তরাষ্ট্রীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্রিকেট ক্যারিয়ারের অভিষেক করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। তার বাবা এই বিষয়টি বুঝতে পেরে তাকে ভারতের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। রুতুরাজ গায়কোয়াড় পুনের সেরা একটি ডিপ্লোমা কলেজ থেকে তার একাডেমিক লেখাপড়া সম্পন্ন করেন।
রুতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংস
২৭ বছর বয়সী এ খেলোয়াড় ২০২০ সালে চেন্নাইতে যোগ দেন। তারপর থেকে দেখাতে থাকেন একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। ৪ টি হাফ সেঞ্চুরি সহ ১ সেঞ্চুরি দিয়ে ৬৩৫ রান করে আসরে সর্বোচ্চ স্থান দখল করে শিরোপা জয়ে বড় অবদান রাখেন। তারপর থেকে এই গুঞ্জন শোনা যাচ্ছিল রুতুরাজ গায়কোয়াড় হতে পারে দলের পরবর্তী অধিনায়ক।
অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আইপিএলের আসল শুরুর ঠিক ২৪ ঘন্টা আগে মহেন্দ্র সিং ধোনি নিজের পরিবর্তে চেন্নাই কিংস এর দায়িত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।
২০২২ সালেও আসর শুরুর ঠিক আগ মুহূর্তে রবীন্দ্র জাদেজাকে হঠাৎ অধিনায়ক করা হয়েছিলো। আর ওই কাজটিও করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু একের পর এক ম্যাচ হারতে থাকায় পরে ধনী নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। রুতুরাজ এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে সেটি দেখা যাবে আজ থেকেই।