রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস | RR Vs DC Score
- আপডেট সময় : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
শুরু হচ্ছে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ স্কোর। আর এই খেলাটি সরাসরি প্রতি বলে বলে আপডেট দেখানো হচ্ছে আমাদের এই প্রতিবেদনে। আসুন আমরা RR Vs DC Live এই খেলার সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই নিচে থেকে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস আইপিএল
আজকে বাংলাদেশ সময় অনুসারে রাত আটটা থেকে এ খেলা সরাসরি অনুষ্ঠিত হবে ভারতে। যারা মাঠ পর্যায়ে খেলা দেখতে আগ্রহে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবে এবং সেখান থেকে তারা তা দেখতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে খেলা দেখবেন তারা অবশ্যই রাত ৮ টার মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে এই খেলার সরাসরি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ টিভি চ্যানেল গুলোর মধ্যে এই খেলা দেখা হয় না। তবে স্পোর্টস অর্থাৎ স্টার স্পোর্টস টিভি চ্যানেলে এই খেলা সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা চাইলে এখান থেকে সরাসরি খেলা দেখতে পারেন। এছাড়া অফিসিয়াল ভাবে একমাত্র হটস্টার অ্যাপ এই খেলা লাইভ দেখানো হচ্ছে। তাই আপনারা যারা টিভিতে খেলা মিস করবেন তারা এই অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন ভিডিও আকারে।
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস
আর যারা আমাদের এই প্রতিবেদন থেকে দেখতে চাচ্ছেন তারা অপেক্ষা করুন। কেননা খেলা শুরু হয় মাত্রই এখান থেকে প্রত্যেক বলে বলে আপনারা আপডেট দেখতে পারবেন। যদি আমরা দিল্লি খেলার প্রেডিকশন থেকে ২০২৪ সালে তাহলে সেটি অনেকটা দুর্বল। কেননা ২০২৪ সালের আইপিএল এ প্রথম ম্যাচেই তারা হেরে গিয়েছে। অন্যদিকে রাজস্থানের অবস্থা দেখলে তারা প্রথম ম্যাচে জয়লাভ করেছে এবার দ্বিতীয় ম্যাচ প্রতিদিনের করবে এ দুটি দল। এখন কে এগিয়ে যাবে কে বেঁচে থাকবে সে দেখা যাবে আজকের এই ম্যাচে। আজকের এই খেলা উপভোগ করতে হলে অবশ্যই আপনারা আমাদের এই পত্রিকা থেকে সরাসরি খেলা উপভোগ করে নিবেন।
দিল্লি স্কোয়াড ২০২৪ আইপিএল : RR Vs DC Live
ভিষেক পোরেল,শাই হোপ,সৈয়দ খালিল আহমেদ,ভিকি ওস্টওয়ালইয়াশ ধুলডেভিড ওয়ার্নার,ইশান্ত শর্মা,অ্যানরিখ নরকিয়া,অক্ষর প্যাটেল,কুলদীপ যাদব,ললিত যাদব,লুঙ্গি এনগিদি,স্বস্তিক চিকারাঋষভ পান্ত,পৃথ্বী শ,মিচেল মার্শ,মুকেশ কুমার,প্রবীণ দুবে,রিকি ভুঁই,কুমার কুশারগা,হ্যারি ব্রুক,ঝাই রিচার্ডসন,সুমিত কুমার,ট্রিস্টিয়ান স্টাবস,রাশিখ ধার
এই প্রতিবেদনে আপনারা দেখলেন রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ স্কোর। অন্যান্য আরো আইপিএল ম্যাচ সরাসরি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের গগন পত্রিকা পড়বেন।