রবীন্দ্র শিল্পী সাদি মহম্মদের মৃত্যু, কি ঘটেছিল সেদিন?
- আপডেট সময় : ০২:৪৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ৪৬ বার পড়া হয়েছে
গত ১৩ মার্চ বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় শিল্পী সাদি মহম্মদের মৃতদহ। তার বয়স হয়েছিলো ৬৯ বছর। সোহেল মাহমুদ যিনি সাদি মহম্মদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন, তিনি জানান ঘটনার দিন বুধবার সন্ধ্যায় ইফতারি শেষে নিজের রুমে যান শিল্পী সাদি মহম্মদ। তারপর বেশ কিছুক্ষণ রেয়াজ করেন তিনি। এরপর কিছু সময় চলে যাওয়া পর কোন সাড়াশব্দ না পেয়ে রুমের দিকে গিয়ে দেখেন যে ভিতর থেকে দরজা বন্ধ।
রবীন্দ্র শিল্পী সাদি মহম্মদের মৃত্যু
সাদি মহম্মদের ছোট ভাই বিখ্যাত নৃত্যশিল্পী শিবলী মহম্মদ বলেন, ভাই কখনো দরজা বন্ধ করে থাকতেন না। তাই আমাদের একটু অস্বাভাবিক মনে হয়। এরপর অনেক বার কড়া নাড়লেও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমরা দেখি ঝুলন্ত অবস্থায় ভাইয়ের নিথর দেহ।
শিবলী মহম্মদ সাংবাদিকদের বলেন, ‘ভাই মনে অনেক কষ্ট নিয়ে চলে গেছে। সে সবসময় মনে করতে, তাকে কেও মূল্যায়ন করেনি। অন্যান্য শিল্পীদের পদক পাওয়া তাকে খুব ভাবাতো। আমি তাকে বোঝাতাম মানুষ আমাদের ভালবাসে। পদক আসলে কিছুই নয়। কিন্তু তারমনে অনেক চাপা কষ্ট ছিলো। তার সেই অভিমান আর কষ্ট নিয়েই সে চলে গেলো। রবীন্দ্র শিল্পী সাদি মহম্মদের মৃত্যু
শিল্পী সাদি মহম্মদ যে অনেক মেধাবী ছিলেন সেটা আমরা কম বেশি সবাই জানি। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। “আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে” তার প্রথম অ্যালবাম যেটি প্রকাশিত হয় ২০০৭ সালে। তারপর একের পর একের কাজ দিয়ে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।