প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার।
- আপডেট সময় : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
বহুল প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২৯ শে মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রবেশপত্র বিতরণ ইতিমধ্য শুরু হয়ে গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীরা আবেদনের সময় যে ফোন নাম্বার ব্যবহার করেছিল সেই নাম্বারে প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি মেসেজ পাঠানো হবে।
তারপর পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসি পরীক্ষার তথ্য দিয়ে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। পরীক্ষা হলে কোন মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ড বা অন্য যেকোনো কাগজপত্র ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন শিক্ষার্থী এরকম কোন কিছু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তাদের পক্ষ থেকে দালাল বা প্রতারক চক্রের কথায় প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া অসুদপায় কিংবা ডিজিটাল পদ্ধতিতে নকল করা ইত্যাদির ব্যাপারেও সতর্ক করা হয়েছে। মেধা ও যোগ্যতা থাকলে চাকরি এমনিতেই হবে। অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাবার কোন সুযোগ নেই।
প্রবেশপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। পরীক্ষার হলে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষার নিয়ম সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি প্রবেশপত্রে পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার বিজ্ঞপ্তি গত ১৮ জুন প্রকাশ করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিটি শুধু ঢাকা-চট্টগ্রাম বিভাগের জন্য ছিল। এ বছর ঠিক কতজন শিক্ষক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে এবারই প্রথম ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই তিনটি ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষাও আলাদা আলাদা ভাবে নেওয়া হয়েছে। আপনারা যারা শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের হাতে আর সময় নেই। তাই শেষ সময়ের প্রিপারেশন হিসেবে বিগত সময়গুলোতে পড়া বিষয়গুলো আরেকবার রিভিশন করে নিতে পারেন।