বিমান বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- আপডেট সময় : ০৭:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২১ শে মার্চ ২০২৪ তারিখে বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি মোট ১১২ জনকে নিয়োগ দিবে ১৩ টি ভিন্ন ভিন্ন পদে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫ পর্যন্ত। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়েই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনারা যারা বিমান বাংলাদেশে চাকরি করতে ইচ্ছুক বা এরকম একটি নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিমান বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বিমান বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল পদে লোকবল নিয়োগ করা হবে তা হলো:
১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ৪ জন।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/কোয়ালিটি অ্যাস্যুরেন্স/ফ্লাইট ডেটা মনিটরিং, পদ সংখ্যা ৭ জন।
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন, শুধুমাত্র পুরুষ, পদ সংখ্যা ১২ জন।
৪. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ৬ জন।
৫. জুনিয়র অফিসার লাইসেন্স এন্ড ট্রেনিং কো-অর্ডিনেটর, ১ জন।
৬. সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা ২ জন।
৭. সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, ৪ জন।
৮. মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ১২ জন।
৯. প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, ২ জন।
১০. পাম্প এসিস্ট্যান্ট, ২ জন।
১১. জুনিয়র ডেন্টার/পেইন্টার, ২ জন।
১২. ডেসপাচ রাইডার রাইডার, ২ জন।
১৩. এমটি অপারেটর, ৫৮ জন।
আপনারা জানলেন বিমান বাংলাদেশে কোন কোন পদে কত জন লোক নিয়োগ দেওয়া হবে। চলুন এখন জেনে নেই কিভাবে আবেদন করবেন।
আগ্রহে প্রার্থীদের বিমান বাংলাদেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করে ইউজার আইডি পাওয়ার ৭২ ঘণ্টার মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে সেই পদের ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা। ৪-৭ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা। ৮-১০ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা। ১১-১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। আগ্রহে প্রার্থীদের বয়স ২১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর হলে আবেদন করা যাবে।