খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ৪৯৫ বার পড়া হয়েছে
খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে সেটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। সম্প্রতি খাদ্য অধিদপ্তরের ১৩৭৭ টি পদে জনবল নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ পরীক্ষা কেউ কেউ ভাবছে এপ্রিল মাসে হবে আবার কেউ কেউ মনে করছে সেটি হয়তোবা জুন মাসে হবে। তো অধিদপ্তরের পরীক্ষার তারিখ নিয়ে আপনাদের মনে যত কনফিউশন আছে সব আজকে আমি দূর করার চেষ্টা করবো। তাই মনোযোগ সহকারে পুরো লেখাটি পড়বেন।
পরবর্তী পরীক্ষার তারিখ সম্পর্কে জানার আগে চলুন বিগত বছরগুলোর অধিদপ্তরের পরীক্ষার তারিখ গুলো সম্পর্কে একটু জেনে নিন। এর আগে ২০১৮ সালে খাদ্য দপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হয়েছিল ২০২১ সালে। অর্থাৎ পরীক্ষা হয়েছিল প্রায় তিন বছর পর। ২০২৪ সালের বিজ্ঞপ্তি অনুসারে ঠিক একই পদে লোক নিয়োগ করা হবে ২২২ টি। অথচ তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৪,২৮,৭২৪ টি।
খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে
এছাড়া খাদ্য অধিদপ্তরে মোট পদ সংখ্যা ১৩৭৭ একটি বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৯,৩৩,৪৫৮ টি। বুঝতে পারছেন এবার নিয়োগ পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি।
খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে সেটি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোন ঘোষণাপত্র এখন পর্যন্ত আসেনি। যদি কেউ আপনাকে নির্দিষ্ট করে বলে থাকে যে এই মাসে পরীক্ষা হবে তাহলে সেটি ভুল। ইউটিউবে বা ফেসবুকে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে অনেকেই মনগড়া তারিখ দিচ্ছেন। কিন্তু আপনার সেই তথ্যের উপর নির্ভর করা একদমই উচিত হবে না। আসলে এই উত্তর খাদ্য মন্ত্রণালয় ছাড়া সঠিকভাবে কেউ বলতে পারবে না।
তবে বিগত সরকারি পরীক্ষাগুলো বেশ কম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। তাছাড়া সরকার চেষ্টা করছে সকল প্রকার নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত শেষ করার। সরকারের পক্ষ থেকে সেরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা শুধুমাত্র ধারণা করতে পারি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ২০২৪ সালের শেষসময়ের দিকে হতে পারে। তবে এটি শুধুমাত্র একটি অনুমান নির্ভর ধারণা। তবে নির্দিষ্ট তারিখ যদি জানতে চান তাহলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রিয় চাকরির প্রত্যাশীর ভাই ও বোনেরা, খাদ্য অধিদপ্তরে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য নেই। কিন্তু এই বছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা ঠিক সেভাবে রুটিন তৈরি করে প্রিপারেশন শুরু করতে পারেন।