তামিল সিনেমা বাংলায় দেখুন
- আপডেট সময় : ১০:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
সারা পৃথিবী জুড়ে তামিল সিনেমার বেশ জনপ্রিয়তা রয়েছে। অসাধারণ মুভি মেকিং ও চিত্রনাট্যের জন্য দিন দিন বলিউডকেও ছাড়িয়ে যাচ্ছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রি। বিশেষ করে তামিল সিনেমা বাংলায় সম্প্রতি তৈরি হওয়া কিছু ডার্ক একশন সিনেমার মুভিগুলো তো পৃথিবী জুড়ে মিলিয়ন মিলন ডলার ইনকাম করছে। সেই সাথে বাংলাদেশেও রয়েছে এর বেশ জনপ্রিয়তা।
তামিল সিনেমা সবার পছন্দ হলেও তামিল ভাষা সবার কাছে খুব একটা বোধগম্য নয়। হিন্দি ভাষার সাথে আমাদের বাংলা ভাষার সাথে যথেষ্ট মিল থাকায় হিন্দি সিনেমা দেখতে বা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু তামিল সিনেমা সাবটাইটেল কিংবা হিন্দি অথবা বাংলা ভাষায় ডাবিং করা না থাকলে বোঝা বেশ কঠিন হয়ে যায়।
তাছাড়া বাংলা ভাষায় ডাবিংকৃত সিনেমা গুলোর ডায়লগ পুরোপুরি বোধগম্য হওয়ায় বেশ ইন্টারেস্টিং মনে হয় সিনেমা গুলো। তো আপনারা যারা সাউথ বা তামিল ইন্ডাস্ট্রির ভক্ত কিন্তু জানেন না কিভাবে এই সিনেমাগুলো বাংলায় দেখা যায়, তাদের জন্য আমার এই আজকের লিখাটি। আমি আপনাদেরকে জানাবো কিভাবে সাউথ ইন্ডাস্ট্রির এই সিনেমাগুলো আপনি বাংলা ভাষায় উপভোগ করতে পারেন।
তামিল সিনেমা বাংলায়
তামিল সিনেমা সরাসরি বাংলায় উপভোগ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বঙ্গ টিভি/Bongo TV. শুধুমাত্র তামিল সিনেমা নয় বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাগুলো আপনি বাংলা ভাষায় পেয়ে যাবেন। ফ্রিতে আপনি বেশ কিছু তামিল সিনেমা দেখতে পেলেও অনেক ছবি দেখার জন্য প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এর খরচ অবশ্য খুব বেশি নয় বিকাশের মাধ্যমে ১০/২০ টাকা পরিশোধ করে আপনি তামিল সিনেমাগুলি বাংলা উপভোগ করতে পারবেন।
তাছাড়া বঙ্গ টিভির ফেসবুক পেইজে তামিল সিনেমা গুলো খন্ড খন্ড আকারে বাংলায় দেওয়া থাকে। চাইলে তাদের পেজ থেকে খন্ড খন্ড আকারে সিনেমা গুলো দেখে নিতে পারেন। এতে অবশ্য সিনেমা দেখার মজা অনেকটা কমে যায়।
এছাড়াও জনপ্রিয় তামিল সিনেমা মেকিং কোম্পানি Gold Mines এর একটি বাংলা চ্যানেল রয়েছে “GoldMines Bangali” নামে। ইউটিউবে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলে অনেক তামিল এবং সাউথ ইন্ডাস্ট্রির ছবি বাংলায় ডাবিং করা রয়েছে। কোনরকম টাকা খরচ না করেই আপনি উপভোগ করতে পারবেন দারুন দারুন তামিল সিনেমা।
নির্দিষ্ট কোন সিনেমার নাম ধরে ইউটিউব কোথাও ফেসবুকে সার্চ করলে সেটি বাংলা ভার্সনে পেয়ে যেতে পারেন। তবে সেগুলোর বেশিরভাগই ফেক ভিডিও হয়।