শরিফুল রাজ বুবলির ভাইরাল ভিডিও
- আপডেট সময় : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৮৩ বার পড়া হয়েছে
শরিফুল রাজ বুবলির ভাইরাল ভিডিও: শরিফুল রাজ ও বুবলি অভিনীত প্রথম সিনেমা “দেয়ালের দেশ” অনুদানের টাকায় নির্মিত হয়েছে। সম্প্রতি এ সিনেমাটির একটি টিজারও রিলিজ হয়েছে। বহুল আলোচিত এই সিনেমার টিজারটি দর্শকদের বেশ মুগ্ধ করেছে। “দেয়ালের দেশ” সিনেমাটির পোস্টার উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকদের মনে বেশ আগ্রহ জন্মেছিল। সামনের ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে মুক্তি পাবে শরিফুল রাজ ও বুবলির একসাথে অভিনয় করা এই প্রথম সিনেমা।
শবনম বুবলি সাংবাদিকদের এই সিনেমা সম্পর্কে বলেন, কাজ শুরু করার আগে দেয়ালের দেশ সিনেমাটির গল্প পড়ে আমার খুব পছন্দ হয়েছিল। এই সিনেমাটি অন্যান্য সিনেমা থেকে বেশ আলাদা। তাই কাজ হাতে নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ আমি সচরাচর বাণিজ্যিক সিনেমা করে অভ্যস্ত।
তাছাড়া শরিফুল রাজ অভিনিত বেশ কয়েকটি সিনেমা দর্শকদের মনের দাগ কেটেছে। ব্যক্তিগত জীবনেও তিনি যথেষ্ট ভাইরাল। তবে তার সিনেমায় অভিনয় গুণের কথা প্রশংসার যোগ্য। যেকোনো চরিত্রই তিনি নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।
শরিফুল রাজ বুবলির ভাইরাল ভিডিও
সিনেমার টিজারে দেখা যায় শরিফুল রাজ মর্গে কাজ করে। শবনম বুবলির চরিত্রটিও এক রহস্যময়। তাদের সঙ্গে আবার একটা সম্পর্ক রয়েছে। কিন্তু সে সম্পর্কটি কেমন এবং কেন সেটা জানা যাবে পুরো সিনেমা দেখার পর।
টিজারের একটি দৃশ্যে দেখা যায়, বুবলির মৃতদেহ হিমাগার থেকে বের হয়ে আসছে। আর সেই লাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন শরিফুল রাজ। যে দৃশ্যটি দর্শকদের মনে আরও বেশি আগ্রহের সৃষ্টি করেছে।
শরিফুল রাজ এবং বুবলি ছাড়াও এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম সহ আরোও অনেক অভিনেতা অভিনেত্রী।
শাকিব ও বুবলির একসাথে প্রথম অভিনীত সিনেমা দেয়ালের দেশ এর পরিচালক মিশুক মনির বলেন, সাধারণত অনুদানের টাকা দিয়ে তৈরি সিনেমা নিয়ে দর্শকদের মনে একটি পুরনো ধারণা রয়েছে। আশা করি সেই ধারণা পাল্টে দিয়ে ছবিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ছবিটির চিত্রনাট্যও তিনি নিজে লিখেছেন। শরিফুল রাজ বুবলির ভাইরাল ভিডিও।
দিন দিন বাংলা সিনেমার ধারা বেশ পরিবর্তিত হচ্ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন গল্প ও চিত্রনাট্য। সিনেমা প্রেমী এবং দর্শকরাও বেশ উপভোগ করছেন এ সকল সিনেমা। আশা করি শরিফুল রাজ এবং বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটিও দর্শকদের হলে সিনেমা দেখার আগ্রহ আরও বৃদ্ধি করবে।