তামিম ইকবালের ফোনালাপ ফাঁস
- আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
অনেকদিন ধরেই তামিম ইকবাল ক্রিকেটে নেই। বেশকিছু দিন আলোচনা থেকে দূরে থাকলেও সম্প্রতি একটি ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে আবার আলোচনায় এসেছেন।
গত মঙ্গলবার রাতে মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবালের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফোনালাপের সারমর্ম হতে বোঝা যায় তামিম ইকবালকে তার বন্ধু মুশফিকের উপর বেশ আক্ষেপ করতে দেখা যায়। এমনকি হুমকির আভাসও ছিলো। ঘটনার পর থেকে ক্রিকেট ভক্তদের মধ্যে নানারকম আলোচনা সমালোচনা হচ্ছে। কি আছে ওই ফোন আলাপ ফাঁসের মাঝে।
তবে তামিমের ফোনালাপের মাঝে বিভিন্ন স্পর্শকাতর কথাবার্তা থাকলেও অনেকে মনে করছেন এটি পূর্ব পরিকল্পিত। এটি হতে পারে কোন মোবাইল ও আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের অংশ।
তামিম ইকবালের ফোনালাপ ফাঁস!
এ ব্যাপারে তামিম ইকবাল জানিয়েছেন, তিনি এই ভাইরাল ফোন আলাপের বিষয় নিয়ে আজ সন্ধ্যা ৭ টায় লাইভে আসবেন। তখনই হয়তো এর পেছনের রহস্য পরিষ্কার হয়ে যাবে। এদিকে আজ ২০ মার্চ দেশে সেরা এই ক্রিকেটারের জন্মদিন। জন্মদিন ও ফোন কলের এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার ফেসবুক পেইজে লাইভে আসার পোস্ট দিয়েছেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বর্তমানে বিজ্ঞাপন প্রচারের অন্যতম উপায়। এর পরিপ্রেক্ষিতে সবাই নিজেদের প্রচারের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। তামিম ইকবালের ফোনালাপ ফাঁসের বিষয়টি সেরকমই একটা কিছু বলে ধারণা করা হচ্ছে।
পিএসসির সদস্য হলেন অধ্যাপক প্রদীপ কুমার
তবে ক্রিকেটপ্রেমীদের মতে, এটা যদি পরিকল্পিতভাবেও হয় তবুও এরকম টা করা ভালো চর্চা নয়। কারণ কেউই চায়না এভাবে কারো ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস হয়ে যায়। আবার এভাবে বিস্তারিত খবর প্রকাশ না করে আংশিকভাবে প্রচারণা করাও উচিত নয়। আবার অনেকেই এটাকে বিজ্ঞাপনের সস্তা উপায় বলে মন্তব্য করেছেন।