লিটন কুমার দাস থাকছে না শ্রীলংকার ওয়ানডে ম্যাচে
- আপডেট সময় : ০৬:৫৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বর্তমান ক্রিকেট প্রাঙ্গনে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে এখন লিটন কুমার দাস। তাকে সাম্প্রতিক সময়ে খেলা থেকে দূরে থাকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাকে আগামী ওয়ানডে ম্যাচ থেকে বিরত রাখা হয়েছে এমনটাই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্থা থেকে।
বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচগুলো যার মধ্যে দুটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। একটিতে জয়লাভ করেছে এবং অন্যটিতে হেরে গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। কিন্তু এই ওয়ানডে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম অপেনার লিটন দাসকে খেলোয়াড়দের তালিকায় রাখেনি বিসিবি। তার বদলে রেখেছে জাকির আলীকে। চলুন তাহলে এই প্রতিবেদনে আমরা উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেই।
লিটন কুমার দাস থাকছে না শ্রীলংকার ওয়ানডে ম্যাচে
আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওয়ানডে ম্যাচ কিন্তু এর মধ্যে থাকছে না লিটন দাস। তাকে ঘিরে যত আলোচনা এবং সমালোচনা হচ্ছে ক্রিকেট জগতে। মূলত পরপর কয়েকটি ম্যাচে আশঙ্কাজনক কোন রান করতে পারেনি এমনটাই এর কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে লিটন কুমার দাস কোন ধরনের কথা বলেননি। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট ভক্তরা এবং বাংলাদেশের টাইগার ভক্তরা।
লিটন কুমার দাস এর পরিবর্তে পারফরমেন্স করতে দেখা যাবে বাংলাদেশের নতুন তারকা জাকের আলীকে। যিনি বিপিএল এবং ডিপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। গত টি-টোয়েন্টি ম্যাচেও তিনি ভাল পারফরম্যান্স করেছে তাই আশা করা যাচ্ছে এবারে অন্যতম একজন হার্ট হিটার ব্যাটসম্যান পেতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে লিটন ভক্তরা বলছেন যদি কাউকে একটি সিরিজে নেওয়া হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ম্যাচ খেলানো দরকার। আর না হয় শুরুতেই তাকে বাদ দেওয়া উচিত এমনটা দাবি করছে তার ভক্তরা। তবে যাই হোক আগামী ম্যাচে কি এমন পারফরম্যান্স হয় সেটা দেখে অপেক্ষায় রয়েছে বাংলা টাইগার ভক্তেরা শ্রীলংকার বিপক্ষে।