কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ময়মনসিংহ যাওয়ার পথে
- আপডেট সময় : ০৯:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটে। গত ১৭ মার্চ রবিবার দুপুরে কুমিল্লা জেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় চট্রগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ওই লাইনে ঢাকা, সিলেট ও জামালপুর রোডের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর ট্রেন লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ওই এলাকার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যেহেতু এই এলাকায় ডাবল লাইন রয়েছে সে তো ওপর লাইন দিয়ে ট্রেন চলাচল করতে পারছে।
ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে কুমিল্লা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান সাংবাদিকদের দেওয়া বিজ্ঞপ্তিতে বলেন, অত্যন্ত গরম ও সূর্যের তাপের কারণে রেললাইন বেঁকে যায়, ফলে ট্রেনটির পেছনের দিকের বগি গুলো লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ময়মনসিংহ যাওয়ার পথে
ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হলেও খুব বড় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই রোডে থাকা আসিফ হাসান নামে এক যাত্রী বলেন, দীর্ঘ সময় ধরে কুমিল্লা ট্রেন দুর্ঘটনার কারণে আটকে আছে। অনেক যাত্রী অবশ্যই নেমে বিকল্প পথে রওনা দিয়েছেন। সাথে পরিবার আর শিশু থাকায় আমি বিকল্প পথে যেতে চাচ্ছি না। সবাইকে নিয়ে অনেক দুর্ভোগের মধ্যে আছি। এদিকে অনেক রাত হয়ে গেছে।
খাদিজার তার নামে অপর এক যাত্রী জানান, সারাদিন রোজা রেখে এমনিতেই ক্লান্ত। এদিকে ট্রেন দুর্ঘটনায় অনেকক্ষণ ধরে এই এলাকায় আটকা পড়ে আছি। রাত বাড়ার কারণে উভয় সংকটে আছি কোন দিক দিয়ে যাব।
সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছি। চলন্ত ট্রেনে আগুন লাগা সহ ট্রেন দুর্ঘটনার পরিমাণ যেন বেড়েই চলছে। তাই আমাদের নিজেদের জীবন রক্ষার্থে নিয়ম মেনে সর্বোচ্চ সচেতনতার সাথে ট্রেন ভ্রমণ করতে হবে।